এবার যৌতুকিবহীন বিয়ে হয়নি


প্রকাশিত: ০৭:৫৫ এএম, ১০ জানুয়ারি ২০১৬
ফাইল ছবি

দীর্ঘদিনের রীতিতে এসেছে পরিবর্তন। এবারের বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন কোনো বিয়ে হয়নি। এর আগে প্রতিবারেই ইজতেমায় বিয়ের আসর বসেছিল। অনেকেই পরিবারকে না জানিয়ে সেখানে বিয়ে করায় পারিবারিক সম্প্রীতিতে ঘাটতি দেখা দিতে পারে ভেবেই এবার বিয়ের আয়োজন করা হয়নি বলে জানা গেছে।

তাবলিগের শীর্ষস্থানীয় মুরুব্বী মৌলানা জুবায়ের জাগো নিউজকে বলেন, ইজতেমায় বেশ কিছু পরিবর্তন এসেছে। শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে এবার বিশ্ব ইজতেমাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে দুই পর্বে বিরতি দিয়ে ৩২ জেলায় ইজতেমার আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, পাল্টে গেছে কিছু আয়োজনও। আগে প্রতিবছরই এখানে যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হতো। তবে এবার তা করা হয়নি। অনেকে বাড়ি থেকে পালিয়ে এখানে এসে বিয়ে করেন। এতে করে তাবলিগের ভামূর্তিও ভীষণ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া পারিবারিক যে সম্প্রীতির বজায় রাখা দরকার তাও ব্যাহত হয়। এ কারণে শীর্ষ মুরুব্বীরা এবার এ আয়োজনটি বন্ধ রেখেছেন বলে জানান তিনি।

জেইউ/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।