বিধায়ক ভট্টাচার্যের জন্ম ও জানকী অম্মলের প্রয়াণ

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৫ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০২২

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

০৭ ফেব্রুয়ারি ২০২২, সোমবার। ২৪ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা
১৮৫৬- অযোধ্যার নবাব ওয়াজিদ আলী ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে আত্মসমর্পণ করেন।
১৮৬৫- ইংরেজি ‘পলমল গ্যাজেট’ প্রথম প্রকাশিত হয়।
১৯৭৪- মধ্য আমেরিকায় অবস্থিত ছোট্ট দেশ গ্রানাডা স্বাধীনতা লাভ করে।
১৯৯১- পরিত্যক্ত সোভিয়েত মহাকাশকেন্দ্র স্যালিউট-৭ ভূবায়ুম-লে প্রবেশ করার পর আগুন বৃষ্টির মতো আর্জেন্টিনার আন্দিজ পর্বত এলাকায় ভেঙে পড়ে।

জন্ম
১৮১২- ইংরেজ ঔপন্যাসিক চার্লস ডিকেন্স।
১৮৮৫- মার্কিন যুক্তরাষ্ট্রের ঔপন্যাসিক, ছোটগল্প লেখক ও নাট্যকার সিনক্লেয়ার লুইস।
১৯০৪- চিত্রশিল্পী বিনোদ বিহারী মুখোপাধ্যায়।
১৯০৭- ভারতের বাঙালি নাট্যকার সাহিত্যিক ও সাংবাদিক বিধায়ক ভট্টাচার্য। ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সীর মুর্শিদাবাদের জিয়াগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ভারতীয় উপমহাদেশের প্রথম দিককার মঞ্চ অভিনেতা ও নাট্যকারদের অন্যতম। তিনি একাধিক চলচ্চিত্রে অভিনয়ও করেছেন। তিনি শান্তিনিকেতনে শিক্ষকতা করেছেন এবং রবীন্দ্রনাথের স্নেহধন্য ছিলেন।

মৃত্যু
১৯৮২- বাংলাদেশি লেখক ও রাজনীতিবিদ অনিল মুখার্জি।
১৯৮৪- প্রখ্যাত ভারতীয় উদ্ভিদবিজ্ঞানী জানকী অম্মল। ১৮৯৭ সালের ৪ নভেম্বর কেরালার থলসেরীতে জন্মগ্রহণ করেন তিনি। জানকী অম্মল চেন্নাইয়ের নারীদের ক্রিশ্চান কলেজে শিক্ষকতা করেন, যেসময় তিনি বারবার ছাত্রীবৃত্তি পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে মিশিগান বিশ্ববিদ্যালয়ে অচির প্রবাসে ছিলেন। ১৯৩৫ সালে ভারতীয় বিজ্ঞান একাডেমির এবং ১৯৫৭ সালে ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমির ফেলো নির্বাচিত হন।
১৯৯২- ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত বাঙালি সাহিত্যিক রাধারমণ মিত্র।
২০০৫- বাঙালি সাহিত্যিক নারায়ণ সান্যাল।
২০১১- প্রখ্যাত বাঙালি লোকসংগীত শিল্পী উৎপলেন্দু চৌধুরী।

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।