টি-টোয়েন্টি বিশ্বকাপে অনিশ্চিত গেইল
ক্যারিবিয়ান ক্রিকেট দানব ক্রিস গেইল বরাবরই সুন্দরী মেয়েদের প্রতি একটু বেশি দুর্বল। নিজ বাড়িতে স্ট্রিপ পার্টি রেখে এর আগেও অনেকবার আলোচনায় এসেছিলেন তিনি। এদিকে বিগ ব্যাশ লিগে সাক্ষাৎকার দিতে গিয়ে মহিলা সাংবাদিককে ডেটিংয়ের প্রস্তাব দিয়ে ক্ষমা চাওয়ার পাশাপাশি ১০ হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানা গুনেছেন ক্রিস গেইল।
তবে সবকিছু ছাপিয়ে গেছে গত অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপেও নাকি এক নারীর সঙ্গে অশোভন আচরণ। যদিও ঐ অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন ক্যারিবীয় ব্যাটিং দানব। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলের সেবায় ছিলেন অস্ট্রেলিয়ার এক নারী।
গেইলের বিরুদ্ধে অভিযোগ, বিশ্বকাপের সময় একদিন কাজের জন্য ওই নারী গেইলদের ড্রেসিং রুমে প্রবেশ করেছিলেন। তিনি ভেবেছিলেন সে সময় ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা মাঠে রয়েছেন। রুমে ঢুকে তিনি তোয়ালে পড়া ক্রিস গেইলকে দেখতে পান। এরপরেই তার সামনে অশালীন ভাবে নিজেকে উপস্থাপন করেন গেইল।
এদিকে এ ঘটনার তদন্তে নেমেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর যদি এ অভিযোগ প্রমাণিত হয় তাহলে খুবই খারাপ খবরই পেতে যাচ্ছে টি টোয়েন্টি ক্রিকেটের এই দানব। বিগ ব্যাশ লিগের সাথে সাথে নিষিদ্ধ হতে পারেন ভারতে অনুষ্ঠিতব্য ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও। এমনই ইঙ্গিত দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
তবে নতুন এই অভিযোগ কিছুতেই মানতে চাচ্ছেন না গেইল। শুধু তাই নয়, অভিযোগ তোলা প্রতিষ্ঠান ফেয়ারফেক্স মিডিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছেন তিনি।
এমআর