পার্বত্য জেলার শূন্যপদগুলো দ্রুত পূরণের সুপারিশ


প্রকাশিত: ১১:৫৭ এএম, ০৬ জানুয়ারি ২০১৬

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন সংস্থায় শূন্য পদগুলো দ্রুত পূরনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এসব পদে পার্বত্য চট্টগ্রামের স্থায়ী বাসিন্দাদের নিয়োগের জন্য অগ্রাধিকার দেয়ার সুপারিশ করেছে কমিটি।

বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৪তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটি সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, এম, আবদুল লতিফ, কুজেন্দ্র লাল ত্রিপুরা, উষাতন তালুকদার, ফিরোজা বেগম (চিনু) এবং এম, এ, আউয়াল অংশ নেন।

বৈঠকে পার্বত্য জেলাসমূহে ইউএনডিপির কার্যক্রম, চাকরিতে উপজাতি কোটায় অনগ্রসর উপজাতী/আদিবাসীদেরকে অগ্রাধিকার দেয়ার বিষয়ে মতামত গ্রহণ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের চলমান প্রকল্পের অগ্রগতির ওপর বিস্তারিত আলোচনা করা হয়। পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের জন্য অন্য যে কোন আইন সংশোধনের প্রয়োজন হলে সেই আইন সংশোধনের বিষয়ে কমিটি সুপারিশ করে।

বৈঠকে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয়কে ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণের সুপারিশ করা হয়।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব,প্ রধান বন সংরক্ষকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে।

এইচএস/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।