৬২৭ রানে ইনিংস ঘোষণা দক্ষিণ আফ্রিকার
অবিশ্বাস্য ইনিংস খেললো ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা দু’দলই। প্রথম ইনিংসে ইংল্যান্ড ৬ উইকেটে ৬২৯ রানে ইনিংস ঘোষণা করেছিল। ডাবল সেঞ্চুরি করেছিলেন বেন স্টোকস। দ্বিতীয় দ্রুততম ১৬৩ বলে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। শেষ পর্যন্ত আউট হন ২৫৮ রানে। ১৫০ রান করে অপরাজিত ছিলেন জনি ব্যারেস্ট।
ব্যাট করতে নেমে ভালোই জবাব দিয়েছে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক হাশিম আমলার ডাবল সেঞ্চুরির ওপর ভর করে ৭ উইকেট হারিয়ে ৬২৭ রানে গিয়ে ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারাও। ২ রান পিছিয়ে থেকে ইনিংস ঘোষণা করার একটাই কারণ, ম্যাচে শঙ্কার কোনো কিছু নেই আর। প্রোটিয়া অধিনায়ক হাশিম আমলার শুধু ইচ্ছা চতুর্থ দিনের শেষ বিকেলে যদি ইংল্যান্ডের দু’একটা উইকেট ফেলা যায়!
প্রথম ইনিংসে হাশিম আমলা ডাবল সেঞ্চুরি করলেও সেঞ্চুরির কাছাকাছি গিয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স (৮৮) এবং ফ্যাফ ডু প্লেসিস (৮৬)। তবে টেম্বা ভাবুমা সেঞ্চুরি মিস করেননি। ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে নেন এই ব্যাটসম্যান। ১৪৮ বলে ১০২ রানে অপরাজিত ছিলেন তিনি। ১১১ বলে ক্রিস মরিন ৬৯ রান করার পর আউট হয়ে গেলেই মূলত ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এ রিপোর্ট লেখার সময় ইংল্যান্ডের রান ৩.২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬ রান। ২ রানে অ্যালিস্টার কুক এবং ৩ রানে উইকেটে রয়েছেন আলেক্স হেলস।
আইএইচএস/বিএ