ট্রাইব্যুনালেই আ.লীগের বিচার হবে


প্রকাশিত: ১০:৩৪ এএম, ০৫ জানুয়ারি ২০১৬

গুম, খুন, হত্যা, গণতন্ত্র ও মানবাধিকার লুণ্ঠনের দায়ে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাদেরকে বিচারের মুখোমুখী করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

মঙ্গলবার বিকেলে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত জনসভায় সভাপতির বক্তব্যে  এ হুঁশিয়ারি দেন তিনি।

BNP
গয়েশ্বর বলেন, এতদিন জঙ্গি জঙ্গি বলে বক্তব্য দেয়ার পর এখন হাসিনা কান ধরে বলছেন দেশে জঙ্গি নেই। জঙ্গির তকমা লাগিয়ে যাদের উপর নির্যাতন করেছেন তার বিচারও হবে।  

তিনি বলেন, আওয়ামী লীগের হাতে কেউ নিরাপদ নয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডিসি, ওসি, পুলিশ, সাংবাদিক সবাই এদের হাতে মার খাচ্ছে। কেউ কোন কথা বলতে পারছে না।

গয়েশ্বর আরো বলেন, আওয়ামী লীগ বলে তারা নাকি ধর্মনিরপেক্ষ। অথচ তারা ক্ষমতায় আসলে মসজিদ, মন্দিরে হামলা হয়। যাদেরকে গত কয়েক বছর ধরে হত্যা করা হয়েছে এসব হত্যার প্রতিশোধ নেয়ার হুমকি দেন গয়েশ্বর।

এমএম/এএম/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।