একবছর ব্যবধানে জন্ম নিল যমজ সন্তান!


প্রকাশিত: ০৪:৫২ এএম, ০৪ জানুয়ারি ২০১৬
যমজ সন্তানের সঙ্গে মা

একবছর ব্যবধানে জন্ম নিল যমজ সন্তান! অবাক হচ্ছেন? যমজ, অথচ দু’জনের জন্মের ব্যবধান এক বছরের। এমনটা আবার হয় নাকি! হ্যাঁ, এমনটাই হয়েছে ক্যালিফোর্নিয়ায়।

জানা যায়, দেশটিতে এক মা এমনই সময় তার যমজ বাচ্চার জন্ম দেন যখন ২০১৫ সাল থেকে পৃথিবী ২০১৬ তে পদার্পণ করে। অর্থাৎ প্রথম শিশুর জন্ম হয় ২০১৫ সালে এবং দ্বিতীয় শিশুটির জন্ম হয় ২০১৬ সালে।

সংবাদ মাধ্যমে জানানো হয়, অপারেশন টেবিলে যখন ওই মহিলার অস্ত্রপচার করা হয় তখন সময় ৩১ ডিসেম্বর ২০১৫ এর রাত সাড়ে ১১টা। ঠিক ১১টা বেজে ৫৯ মিনিটে জন্ম দেন প্রথম সন্তান। আর দ্বিতীয় সন্তানের জন্ম হয় তার ঠিক দু’মিনিট পরেই। তখন ২০১৬ সালের ১ জানুয়ারি।

দুই মিনিটের ব্যবধানে জন্ম হলেও বছরের দিক থেকে কিন্তু আলাদা। অর্থাৎ দু’জনের বয়সের ব্যবধান হয়ে গেল এক বছর।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।