বাণী-বচন : ০৩ জানুয়ারি ২০১৬


প্রকাশিত: ০২:৩৩ এএম, ০৩ জানুয়ারি ২০১৬

অগ্নি
শিমুল কাঠই হোক আর বকুল কাঠই হোক আগুনের চেহারাটা একই। -রবীন্দ্রনাথ ঠাকুর

ছাইটা হল গিয়ে স্মৃতি আর অাগুনটা বর্তমান। -সমরেশ মজুমদার

যে অগ্নিস্ফুলিঙ্গ  জনপদ ভস্মীভূত করে আয়তনে সে কতটুকু জানো? -শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

যেখানে আগুন আছে সেখানেই আলো জ্বালিবার সম্ভাবনা। -অচিন্ত্যকুমার সেনগুপ্ত

প্রবাদ
ভাত পায় না খেতে, সোনার আঙটি হাতে
অর্থ : দরিদ্রের বিলাসিতা সাজেনা-এ কথা বোঝাতে বলা হয়।

এইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।