বিশ্বের সবচেয়ে বড় লেজ যে বিড়ালের

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ১৪ ডিসেম্বর ২০২১

শিকারি বিড়ালকে গোফ দিয়ে চেনা গেলেও সিলভার মাইনে কুনের বিড়াল সাইগনুসকে চেনা যায় তার লেজ দিয়ে। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বড় লেজের অধিকারী এই বিড়াল। ২০১৭ সালে গিনেস বুক অব রেকর্ডে নাম ওঠে সাইগনুসের।

আমেরিকার মিশিগানে বাস করা বিড়ালটির নাম সাইগনুস অব ফার্নডেল। বিড়ালটির লেজের দৈর্ঘ্য ৪৪.৬৬ সেন্টিমিটার বা ১৭.৫৮ ইঞ্চি।

jagonews24

সাইগনুসকে নিয়ে খুব খুশিতেই দিন কাটে তার মালিকের। বিড়ালটির মালিক স্বামী-স্ত্রী লরেন এবং উইল পাওয়ারসকে বেশ দুশ্চিন্তায়ই থাকতে হয় তাকে নিয়ে। বাড়ির চারপাশে হাঁটা এবং দরজা বন্ধ করার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হয় তাদের। কারণ সাইগনুসের লেজটি কখন কোথায় আটকে যায় বলা যায় না।

jagonews24

সাইগনুসের লেজটি বেড়েছে বেশ আশ্চর্যজনকভাবে। প্রতি মাসে প্রায় আধা ইঞ্চি করে বড় হয়েছে লেজটি। আরও মজার ব্যাপার হচ্ছে, সাইগনুসের ভাইও এবার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই করে নিয়েছে। সে এই মুহূর্তে জীবন্ত গৃহপালিত বিড়ালের মধ্যে সবচেয়ে লম্বা। তার উচ্চতা ৪৮.৮ সেন্টিমিটার বা ১৯.০৫ ইঞ্চি।

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।