বাণী-বচন : ০১ জানুয়ারি ২০১৬


প্রকাশিত: ০২:৩৮ এএম, ০১ জানুয়ারি ২০১৬

নতুন
মানুষের নূতনের প্রতি আকাঙ্খা চিরন্তন।-এমিলি ডিকিনসন

নতুন দিনই নতুন চাহিদা ও নতুন দৃষ্টিভঙ্গির উদয় করে। -জন লিডগেট

মনে রাখবেন আপনি হলেন এ পৃথিবীতে এক নতুন সৃষ্টি। সময়ের শুরু থেকে আজ পর্যন্ত আপনার মতো আর কেউ জন্মায়নি, ভবিষ্যতেও জন্মাবে না। -ডেল কার্নেগি

প্রাকৃতিক নিয়মেই যা কিছু পুরাতন হয় তাকে জড়তা ও জীর্ণতা গ্রাস করে। বিনাশের বীজ তার মর্মে প্রবিষ্ট, কাজেই নতুনের অমোঘ প্রতিষ্ঠা ও প্রসার  এক সময় অনিবার্য হয়ে ওঠে। -আহমদ শরীফ

প্রবাদ
অজার যুদ্ধে আঁটুনি সার
অর্থ : আস্ফালন অধিক প্রকৃত কাজ কম-এ কথা বোঝাতে বলা হয়।

এইচআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।