ঠাকুরগাঁওয়ে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন


প্রকাশিত: ০৯:২৮ এএম, ৩১ ডিসেম্বর ২০১৫

ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে স্থগিত কেন্দ্রে পুনরায় নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সাল আমিন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় জেলা বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সাল আমিন বলেন, সরকার দলীয় লোকজন পরাজিত হওয়ার ভয়ে দুপুর ১২টার পর থেকে বিভিন্ন কেন্দ্রে ব্যালট ছিনতাই, ভোটারদের উপর হামলা ও ভোটকেন্দ্রে ভাঙচুর চালায়। এ সময় রিটানিং অফিসার তাৎক্ষণিকভাবে ঠাকুরগাঁও পলিটেনিক কলেজ, গোবিন্দ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারি মহিলা কলেজ কেন্দ্র স্থগিত করে দেয়। রাতে ফলাফল ঘোষণার সময় আওয়ামী লীগের প্রার্থীর লোকজন জেলা প্রশাসক অফিসে গিয়ে হামলা চালায় ও জেলা প্রশাসককে প্রায় সাড়ে ৩ ঘণ্টা অরুদ্ধ করে রাখে। ফলে বাধ্য সরকার দলীয় লোকজনের চাপে জেলা রিটানিং অফিসার ফলাফল স্থগিতের ঘোষণা দেয়।

এ সময় মির্জা ফয়সাল আমিন আরও বলেন, যে ৩টি কেন্দ্র স্থগিত করা হয়েছে সেই কেন্দ্রে অবিলম্বে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করার দাবি জানান ও নির্বাচন কমিশনকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি নূর করিম, সুলতানুল ফেরদৌস, সাধারণ সম্পাদক তৈমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ প্রমুখ।

রবিউল এহ্সান রিপন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।