বিশ্বের সবচেয়ে লম্বা দম্পতি

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ১২:৫২ পিএম, ১৮ নভেম্বর ২০২১

সবচেয়ে লম্বা পুরুষ এবং সবচেয়ে লম্বা নারীর গিনেস ওয়ার্ল্ড রেকর্ড দেখা গেছে অনেক আগেই। এবার গিনেস রেকর্ডে জায়গা পেল বিশ্বের সবচেয়ে লম্বা দম্পতির রেকর্ড। চীনের সান মিং ও জু ইয়ান দম্পতি ২০১৬ সালে একত্রে এই রেকর্ডটি করেন। এখন পর্যন্ত গিনেসের সবচেয়ে লম্বা দম্পতির রেকর্ড তাদের দখলেই।

সান মিং ও জু ইয়ান দম্পতির একত্রে উচ্চতা ১৩ ফিট ১০.৭২ ইঞ্চি (৪২৩.৪৭ সেন্টিমিটার)। এর মধ্যে ৩৩ বছর বয়সী সানের উচ্চতা ৭৮.৯৮ ইঞ্চি (২৩৪.১৭ সেন্টিমিটার) এবং তার স্ত্রী, ২৯ বছর বয়সী জু ইয়ানের উচ্চতা ৬১.৭৪ ইঞ্চি (১৮৭.৩ সেন্টিমিটার)।

jagonews24

৩৮ বছর বয়সী সান বাস্কেটবল প্লেয়ার এবং ৩৪ বছর বয়সী জু ইয়ান হ্যান্ডবল প্লেয়ার। ২০০৯ সালে ন্যাশনাল গেমসে পরিচয় হওয়ার পর ২০১৩ সালে প্রেমপর্বের ইতি ঘটিয়ে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির মতে সুখী দম্পতি হওয়ার মূলমন্ত্র হচ্ছে প্রতিদিন একে অপরকে সমর্থন করা।

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।