হুমায়ুন রশীদ চৌধুরীর জন্ম

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৬ এএম, ১১ নভেম্বর ২০২১

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

১১ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার। ২৬ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা
১৪৯৮- পর্তুগালের বিখ্যাত নাবিক ভাস্কো দা গামার সমুদ্র অভিযান শুরু হয়।
১৭৯৩- শিক্ষাব্রতী ধর্মযাজক উইলয়াম কেরি ইংল্যান্ড থেকে কলকাতায় এসে পৌঁছান।
১৯৫৩- পোলিও রোগের ভাইরাস আবিষ্কৃত হয়।
১৯৬৬- এডুইন ইউগেন অলড্রিন এবং জেমস এ লোভেল নভোযান জিনিনি-১২ তে চড়ে চারদিনের সফরে মহাশূন্যে যাত্রা করেন।
১৯৯৯- জাতিসংঘ সংস্থা ইউনেস্কোর নির্বাহী পরিষদের নির্বাচনে বাংলাদেশ এশিয়া প্যাসিফিক গ্রুপ থেকে সদস্য নির্বাচিত হয়।

জন্ম
১৮৭৬- বাঙালি রাজনীতিবিদ, শিল্পপতি স্যার আবদুল হালিম গজনভি।
১৮৮৮- ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নেতা ও ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ।
১৯০৮- ভারতীয় কথাসাহিত্যিক ও প্রকাশক গজেন্দ্রকুমার মিত্র।
১৯১১- বিংশ শতকের অন্যতম প্রধান আধুনিক বাঙালি গায়ক ও কবি জ্যোতিরিন্দ্র মৈত্র।
১৯২৮- বাংলাদেশের জাতীয় সংসদের স্পীকার ও কূটনীতিবিদ হুমায়ুন রশীদ চৌধুরী। বাংলাদেশের জাতীয় সংসদে ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করেন। বাংলা, ইংরেজি, উর্দু, ফরাসি এবং ইতালীয় ভাষায় কথা বলতে পারতেন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে তাকে স্বাধীনতা পদক প্রদান করা হয়।
১৯৩২- ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব অনিতা বসু।
১৯৩৫- সংগীত নাটক একাডেমি পুরস্কারপ্রাপ্ত রবীন্দ্র সংগীত শিল্পী অর্ঘ্য সেন।
১৯৭৪- মার্কিন অভিনেতা ও প্রযোজক লিওনার্ডো ডিক্যাপ্রিও।

মৃত্যু
১৮৫৫- ডেনীয় দার্শনিক এবং তাত্ত্বিক সারেন কিয়েরকেগর।
১৯৭৩- নোবেল পুরস্কার বিজয়ী ফিনিশ রসায়নবিদ ও একাডেমিক আর্টটুরি ইলমারি ভিরটানেন।
১৯৮৪- বাঙালি নাট্যকার, মঞ্চাভিনেতা ও নাটক পরিচালক মহেন্দ্র গুপ্ত।
১৯৯৯- বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদউল্লাহ।

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।