বৃহস্পতিবার শুরু হচ্ছে হে ফেস্টিভ্যাল


প্রকাশিত: ১০:৩২ এএম, ১৮ নভেম্বর ২০১৪

বাংলা একাডেমি প্রাঙ্গণে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন `হে ফেস্টিভ্যাল ঢাকা-২০১৪`। এ উপলক্ষে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে আয়োজক কমিটি।

সম্মেলনে হে ফেস্টিভ্যালের পরিচালক সাদাফ সায সিদ্দিকী, উপদেষ্টা এবং উৎসবের প্লাটিনাম স্পন্সর কে কে টি-এর প্রধান নির্বাহী ও খ্যাতনামা সাহিত্যিক ড. কাজী আনিস আহমেদ এবং টাইটেল স্পন্সর ডেইলি স্টারের ব্যবস্থাপনা সম্পাদক সালেহউদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্যে সাদাফ বলেন, বাংলা সাহিত্যের সঙ্গে বিশ্ব সাহিত্যের সহজ আদান প্রদানের লক্ষ্য নিয়েই চতুর্থবারের মতো এই আয়োজন। এবার অনুষ্ঠানের ব্যাপ্তি আরও বৃহৎ পরিসরে করা হয়েছে।

অনুষ্ঠানের অন্যতম আয়োজক ও উপদেষ্টা কাজী আনিস আহমেদ জানান, ১৩টি দেশ থেকে ৬০ আন্তর্জাতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশের ২০০ সাহিত্যিক, সাহিত্য সম্পাদক, অনুবাদক, সাংবাদিক অংশ নেবেন। তিনি আরও বলেন, মোট ৭৭টি সেশনের আয়োজন করা হয়েছে। এতে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত লেখক ও বুদ্ধিজিবিদের সাথে স্থানীয় লেখক ও বুদ্ধজিবিদের ফিকশন, নন-ফিকশন, কবিতা, অনুবাদ, বিজ্ঞান ও গণিত নিয়ে আলোচনাসহ বিশ্ব মানের লেখক ও বুদ্ধিজিবীদের সঙ্গে সমকালীন চিন্তাভাবনা বিনিময়ের সুযোগ থাকবে।

কাজী আনিস আহমেদ আরও জানান, বাংলা একাডেমি প্রাঙ্গণে সল্প পরিসরে বইমেলারও আয়োজন করা হয়েছে। এবারের উৎসবে গণিত ও বিজ্ঞান বিষয়ক সেমিনারের আয়োজন থাকছে।

ডেইলি স্টারের ব্যবস্থাপনা সম্পাদক সালেহউদ্দীন আহমেদ বলেন, ঢাকা হে ফেস্টিভ্যালের শুরু থেকে টাইটেল স্পন্সর হিসেবে ডেইলি স্টার থাকলেও ব্যক্তিগতভাবে এটিই তার প্রথম অংশগ্রহণ। সবাইকে উৎসবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান তিনি।

তিন দিনের অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। কোনও প্রকার রেজিস্ট্রেশন ছাড়াই সবাই এই অনুষ্ঠানে অংশ নিতে পারবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।