দেশবন্ধুর জন্ম ও ভুপেন হাজারিকার প্রয়াণ

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৬ এএম, ০৫ নভেম্বর ২০২১

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

০৫ নভেম্বর ২০২১, শুক্রবার। ২০ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা
১৯০২- গহরজানের গান দিয়ে কলকাতায় এশিয়ার প্রথম রেকর্ডিং শুরু হয়।
১৯৪৫- কলম্বিয়া জাতিসংঘে যোগদান করে।
২০০২- যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট বুশের রিপাবলিকান পার্টি বিজয় লাভ করে।
২০২০- নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণ করেন জেসিন্ডা আরর্ডান।

জন্ম
১৮৭০- বাঙালি স্বাধীনতা সংগ্রামী, কবি, লেখক, আইনজীবী এবং রাজনীতিবিদ দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ। তিনি স্বরাজ্য পার্টি-র প্রতিষ্ঠাতা। তার সময়ের অন্যতম বৃহৎ অঙ্কের আয়কারী উকিল ছিলেন তিনি। তা সত্ত্বেও তিনি তার সম্পদ অকাতরে সাহায্যপ্রার্থীদের মাঝে বিলিয়ে দিয়ে দিতেন। একারণে "দেশবন্ধু" নামে বাংলার ইতিহাসে সুপরিচিত হয়ে আছেন তিনি।
১৮৮৭- স্বদেশী আন্দোলনের প্রথম যুগের রাজনৈতিক ব্যক্তিত্ব ও বৃটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের নেতা ও বিপ্লবী বিপিনবিহারী গঙ্গোপাধ্যায়।
১৮৮৮- লোকগীতি সংগ্রাহক ও কবি আশুতোষ চৌধুরী।
১৮৯২- বৃটিশ-ভারতীয় বিজ্ঞানী জে বি এস হ্যালডেন।
১৯০৫- বাংলা ও হিন্দি চলচ্চিত্রের প্রথম দিকের সফল অভিনেতা ধীরাজ ভট্টাচার্য।

মৃত্যু
১৮৭৯- স্কটল্যান্ডীয় গাণিতিক পদার্থবিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল।
১৯৭৪- বাঙালি অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব অহীন্দ্র চৌধুরী।
২০১১- সংগীত শিল্পী ভুপেন হাজারিকা। এই কিংবদন্তিতুল্য সংগীত শিল্পীর জন্ম ভারতের আসামে। অত্যন্ত দরাজ গলার অধিকারী এই শিল্পীর জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। অসমিয়া চলচ্চিত্রে সংগীত পরিবেশনের মাধ্যমে গানের জগতে প্রবেশ করেন তিনি।
২০১২- বাঙালি যাত্রাশিল্পী যাত্রাসম্রাট শান্তিগোপাল পাল।

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।