পৌর নির্বাচনের পরিস্থিতি কূটনীতিকদের জানালো বিএনপি


প্রকাশিত: ০৮:৩৬ এএম, ২৩ ডিসেম্বর ২০১৫

আসন্ন পৌরসভা নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের জানিয়েছে বিএনপি। বুধবার বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে কূটনীতিকদের সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় সাবির্ক পরিস্থিতি বিদেশিদের সামনে তুলে ধরা হয়েছে বলে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান সাংবাদিকদের জানান।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি পাকিস্তানের রাষ্ট্রদূত সরদার সুজা আলম, আমেরিকা, অস্ট্রেলিয়ান হাইকমিশনার, জার্মান, ব্রিটিশ, তুরস্ক, সিঙ্গাপুর, সুইডেন, নেপাল, কানাডা, জাপানসহ প্রায় ১৪টি দেশের প্রতিনিধি ছাড়াও  জাতিসংঘের প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

এছাড়া বিএনপি নেতাদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, এনাম আহমেদ চৌধুরী, রিয়াজ রহমান, শামসুজ্জামান দুদু, সাবিহ উদ্দিন আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, নির্বাহী কমিটির সদস্য জেবা খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএম/জেডএইচ/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।