গাজীপুরে নদী বাঁচাও আন্দোলনের মতবিনিময় সভা


প্রকাশিত: ০৭:০৯ এএম, ২২ ডিসেম্বর ২০১৫

গাজীপুরে নদী বাঁচাও আন্দোলনের উদ্যোগে সাংবাদিকেদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে গাজীপুর প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. মনির হোসেন।

বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, নদী বাঁচাও আন্দোলনের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা, অনন্ত কিশোর বর্মণ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, শিল্পকারখানার বিষাক্ত বর্জ্য, রং ও কেমিকেল মিশ্রিত পানি, ইঞ্জিনচালিত নৌকা, ট্রলার, কার্গো ও জাহাজের নির্গত পোড়া তেল, মবিলের বর্জ্য, মনুষ্য বর্জ্য ইত্যাদির কারণে সৃষ্ট দূষণে তুরাগ, বালু, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বংশী, কর্ণফুলির পানি শুধু বিষাক্ত হয়নি নদীগুলোর তলদেশে বিষাক্ত বর্জ্যের কঠিন স্তর পড়ে গেছে। বিষাক্ত এ পানিতে উৎপন্ন ফসল ও জলজ প্রাণীও নিরাপদ নয়।

তারা আরও বলেন, এ পানি ও পানি থেকে আসা দুর্গন্ধ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই দূষণ ও দখল থেকে নদীগুলো রক্ষাকল্পে পরিবেশবান্ধব শিল্প কারখানা ও সুপেয় পানির প্রবাহ নিশ্চিত করার জন্য নদী বাঁচাও আন্দোলনের উদ্যোগে আগামী ২৬ ডিসেম্বর তুরাগ নদীর তীরে ১৫টি স্পটে ৭১ কিলোমিটার দীর্ঘ মানবন্ধন কর্মসূচি পালন করবে।
                    
আমিনুল ইসলাম/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।