রাশিফল : ২০ ডিসেম্বর ২০১৫


প্রকাশিত: ০৩:১০ এএম, ২০ ডিসেম্বর ২০১৫

কর্কট (২১ জুন-২০ জুলাই)
ধন উপার্জনের সব রাস্তা খুলে যাবে। ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ ফ্লেক্সিলোড প্রভৃতি আসতে পারে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
আয় উপার্জনের সব পথ খুলে যাবে। ব্যবসা-বাণিজ্যে অংশীদারদের সঙ্গের দীর্ঘদিনের কলহ বিবাদের মীমাংসা হওয়ায় ব্যবসায় যেমন লাভবান হবেন।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)
খরচ দুশ্চিন্তা দুর্ঘটনা রক্তপাত উত্কট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাকে অতিশয় জীর্ণ করে তুলবে। পরিশ্রমী ও অধ্যবসায়ী হলে ভাগ্যলক্ষ্মীর রবমাল্য পরতে সক্ষম হবেন।

মিথুন(২১ মে-২০ জুন)
মনোবল জনবল অর্থবল চাঙ্গা হয়ে উঠবে। প্রেম রোমান্স বিনিয়োগ ভ্রমণ শুভফল প্রদান করবে তথা রোপণ করা বৃক্ষ ভবিষ্যতে ফুল ফল ও সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
ব্যবসা-বাণিজ্যে অংশীদারদের সঙ্গে কারণে অকারণে কলহ বিবাদের সৃষ্টি হলেও ব্যবসা আলাদা করতে হবে না। কলহ বিবাদের কারণে মন অতিশয় জীর্ণতার দিকে ধাবিত হবে।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
বন্ধু-বান্ধব আত্মীয় পরিজনেরা সাহায্যের হাত বাড়িয়ে ধরায় দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হবে। নিত্যনতুন ব্যবসার পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
দীর্ঘদিনের দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হওয়ায় পরিবারে প্রশান্তির সুবতাস বইবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্য সম্পর্কিত দুশ্চিন্তার অবসান ঘটবে।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
শরীর স্বাস্থ্য আপনার আয় উন্নতি তথা চলার পথে বাধার সৃষ্টি করবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড়ভাড় তীব্রগতির বাহন, অনুতি কাজবাজ থেকে বিরত থাকুন।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম ফুলেফেঁপে উঠবে। কর্মক্ষেত্রে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রতি প্রসন্ন হয়ে ইচ্ছিত স্থানে বদলি তথা পদোন্নতির পথ সুগম করবে।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
হাতে থাকা প্রায় কাজই সম্পন্ন হওয়ায় মন প্রসন্ন হয়ে থাকবে। বিদেশ গমনেচ্ছুদের বিদেশ গমনের স্বপ্ন স্বাধ পূরণ হবে। সম্ভাব্যক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কর্ম প্রত্যাশীদের কর্মলাভের আশায় করা বিনিয়োগকৃত অর্থ গায়েব হয়ে পড়বে। লটারি ফাটকা জুয়া রেস শেয়ার প্রভৃতিতে বিনিয়েগকৃত অর্থ ঘাতক বলে প্রমাণিত হবে।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।