আজকের এইদিনে: ২০ ডিসেম্বর ২০১৫


প্রকাশিত: ০২:৩৯ এএম, ২০ ডিসেম্বর ২০১৫

৫৩৭ খ্রিস্টাব্দের এই দিনে সুইডেনের রাজা তৃতীয় জনের জন্ম।

১৭৩৭ খ্রিস্টাব্দের এই দিনে চীনের সম্রাট কাংজির মৃত্যু।

১৭৫৭ খ্রিস্টাব্দের এইদিনে রবার্ট ক্লাইভ বাংলার গবর্নর হন।

১৭৮০ খ্রিস্টাব্দের এই দিনে ইংল্যান্ড নেদারল্যান্ডসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৭৯০ খ্রিস্টাব্দের এই দিনে আমেরিকায় প্রথম কটন মিল চালু হয়।

১৮৩০ খ্রিস্টাব্দের এই দিনে ইংল্যান্ড, ফ্রান্স, প্রুশিয়া, অস্টিয়া, রাশিয়া বেলজিয়ামকে স্বীকৃতি দেয়।

১৮৬৬ খ্রিস্টাব্দের এইদিনে সাংবাদিক ও সম্পাদক পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়ের জন্ম।

১৯১৫ খ্রিস্টাব্দের এইদিনে শিশুসাহিত্যিক ও চিত্রশিল্পী উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর মৃত্যু।

১৯৩৯ খ্রিস্টাব্দের এই দিনে রেডিও অস্ট্রেলিয়া আন্তর্জাতিক শর্টওয়েভ সম্প্রচার শুরু করে।

১৯৪২ খ্রিস্টাব্দের এই দিনে মাঝরাতে কলকাতার আকাশে জাপানি বিমান হানা দেয়।

১৯৫৭ খ্রিস্টাব্দের এইদিনে সানফ্রান্সিসকো চলচ্চিত্র উৎসবে সত্যজিৎ রায় পরিচালিত ‘পথের পাঁচালী’ শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার লাভ করে।

১৯৭১ খ্রিস্টাব্দের এইদিনে ইয়াহিয়া খান পাকিস্তানের রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন এবং জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের প্রধানমন্ত্রী হন।

১৯৮৮ খ্রিস্টাব্দের এই দিনে প্রধানমন্ত্রী রণসিংহে প্রেমাদাসা শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচিত হন।

১৯৯০ খ্রিস্টাব্দের এইদিনে সঙ্গীতশিল্পী মাহমুদুন্নবীর ইন্তেকাল।

২০১৩ খ্রিস্টাব্দের এই দিনে সৈয়দা জোহরা তাজউদ্দীনের মৃত্যু।

এইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।