কুমিল্লায় ৩৫০ ভরি স্বর্ণসহ দুই পাচারকারী গ্রেফতার


প্রকাশিত: ০১:৪১ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৫

কুমিল্লার দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজায় মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৩৫০ ভরি (৩৫টি বার) স্বর্ণসহ দুই পাচারকারী গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় স্বর্ণসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ফেনী সদর উপজেলার রানীর হাট গ্রামের মো. মিলন মিয়া (২০) ও ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ কুহুমা গ্রামের কফিল উদ্দিন (২২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী একটি নোহা মাইক্রোবাস আটক করা হয়। পরে ওই মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৩৫০ ভরি ওজনের ৩৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় স্বর্ণ পাচারের দায়ে মাইক্রোবাস থাকা মিলন মিয়া ও কফিল উদ্দিন গ্রেফতার করা হয়।

দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম মিয়া জানান, স্বর্ণ উদ্ধার ও পাচারকারীদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মো: কামাল উদ্দিন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।