হন্ডুরাসের ফুটবলারকে গুলি করে হত্যা


প্রকাশিত: ০১:২৯ পিএম, ১১ ডিসেম্বর ২০১৫

আন্দ্রে এস্কোবারকে গুলি করে হত্যার ঘটনা এখন মনে রয়েছে ফুটবলপ্রেমী মানুষের। কলম্বিয়ান এই ডিফেন্ডারকে ১৯৯৪ বিশ্বকাপ থেকে দেশে ফেরার পরই আততায়ীরা গুলি করে হত্যা করেছিল। অপরাধ, আত্মঘাতি গোল করে বিশ্বকাপ থেকে কলম্বিয়ার নিশ্চিত করে দেয়া।

এবার আর ফুটবল মাঠের কোন ঘটনা নয়। বিশ্বের মধ্যে অন্যতম সন্ত্রাসকবলিত দেশ হন্ডুরাসেই গুলি করে হত্যা করা হলো আরনল্ড পেরালতা নামে জাতীয় দলের এক ফুটবলারকে। একেবারে এস্কোবারের ঢংয়েই যেন গুলি করে হত্যা করা হয় হন্ডুরাসের এই ফুটবলারকে। বৃহস্পতিবার রাতে একটি শপিং মলের কাছে কার পার্কিংয়ে দুষ্কৃতিদের গুলিতে নিহত হন ২৬ বছরের এই মিড ফিল্ডার৷

এস্কোবারকে হত্যার সময় প্রত্যাক্ষদর্শীদের মতে, গুলি করার আগে দুষ্কৃতিকারীরা বলেছিল, আত্মঘাতী গোল করার জন্য ধন্যবাদ! যদিও পেরালতাকে কি জন্য প্রাণ দিতে হল তা এখনও জানা যায়নি৷ পুলিশও কোন মোটিভ উদ্ধার করতে পারেনি। জানানো হয়েছে, ঘাতককে তারা খুঁজছেন।

হন্ডুরাসের হয়ে ২০১২ লন্ডন অলিম্পিকের হয়ে খেললেও চোটের জন্য শেষ মুহূর্তে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে খেলা হয়নি পেরালতার৷ তার মৃত্যুতে শোকপ্রকাশ করে হন্ডুরান ফুটবল ফেডারেশনের ডিরেক্টর ওসমান মাদ্রিদ বলেন, ‘পেরালতার মৃত্যু অত্যন্ত মর্মান্তিক৷ এটা জাতীয় ক্রীড়াক্ষেত্রের লজ্জা৷’

আগামী সপ্তাহেই কিউবার বিরুদ্ধে দেশের হয়ে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল পেরালতার৷ কিন্তু তার আগেই প্রতিশ্রুতিময় এই ফুটবলারকে হত্যা করল দুষ্কৃতিকারীরা৷
 
আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।