জামিনে মুক্ত খুলনা নগর বিএনপির সভাপতি


প্রকাশিত: ০৩:০৭ এএম, ১১ ডিসেম্বর ২০১৫

উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন খুলনা জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। বৃহস্পতিবার বিকেলে খুলনা জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন তিনি। এসময় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতায় নজরুল ইসলাম মঞ্জু বলেন, গণতন্ত্র হরণকারী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে। এই আন্দোলনে বিজয় অর্জন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না।

তিনি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতাকর্মীদেরকে দেশের এই চরম দুঃসময়ে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।

নজরুল ইসলাম মঞ্জুর আইনজীবী ও খুলনা মহানগর বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোলাম মাওলা জানান, গত ২৩ নভেম্বর খুলনার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন নজরুল ইসলাম মঞ্জু। আদালত সে আবেদন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। গত ৮ ডিসেম্বর হাইকোর্টের বিজ্ঞ বিচারপতি মো. রেজাউল হক ও বিজ্ঞ বিচারপতি মো. কামরুজ্জামানের দ্বৈত বেঞ্চে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

উচ্চ আদালতে নজরুল ইসলাম মঞ্জুর পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ব্যারিস্টার কায়সার কামাল ও অ্যাডভোকেট আনিসুর রহমান খান।

আলমগীর হান্নান/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।