আজকের ধাঁধা : ১০ ডিসেম্বর ২০১৫
ধাঁধা :
১. ‘আট পায়েতে বুনছে জাল,
দিবা রাত্র ধরে।
জালে বসেই করছে শিকার,
জালটা যেই নড়ে।’
- কে শিকার করছে?
২. ‘আট পায়ে চলি আমি,
চার পায়ে বসি।
কুমির নই, বাঘও নই
আস্ত মানুষ কিন্তু গিলি।’
-কে আস্ত মানুষ গেলে?
৩. ‘আমি তুমি একজন
দেখতে একই রূপ,
আমি কত কথা কই
তুমি কেন চুপ?
- বলুন তো কে চুপ?
৪. ‘আমি হাসাই
আমি কাঁদাই
নই আমি প্রাণি।
দেখে সবাই
ভোগে বেদনায়
তাই তো জানি।’
- কি দেখে বেদনায় ভোগে?
উত্তর :
১. মাকড়শা
২. পালকি
৩. ছবি
৪. নাটক
এসইউ/পিআর