আজকের এইদিনে : ১০ ডিসেম্বর ২০১৫
আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস।
১১৯৮ খ্রিস্টাব্দের এই দিনে আরব আন্দালুসীয় দার্শনিক ইবনে রুশদ মৃত্যুবরণ করেন ।
১৮০৪ খ্রিস্টাব্দের এই দিনে বিখ্যাত জার্মান গণিতবিদ কার্ল গুস্তাকের জন্ম।
১৮১৫ খ্রিস্টাব্দের এই দিনে কম্পিউটার প্রোগ্রামিং ধারণার একজন প্রবর্তক অ্যাডা লাভল্যাসের জন্ম।
১৮১৭ খ্রিস্টাব্দের এই দিনে মিসিসিপি ২০ তম অঙ্গরাজ্য হিসেবে আমেরিকার যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হয়।
১৮৩০ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত কবি মিসেস এমিলি ডিকেনসন জন্মগ্রহণ করেন।
১৮৬৮ খ্রিস্টাব্দের এই দিনে বিশ্বের প্রথম ট্রাফিক বাতি বসানো হয় লন্ডনের প্যালেস অব ওয়েস্টমিনিস্টারের সামনে। লাল ও সবুজ গ্যাস বাতি ছিল সেগুলো।
১৮৭০ খ্রিস্টাব্দের এই দিনে খ্যাতনামা ঐতিহাসিক যদুনাথ সরকারের জন্ম।
১৮৭৮ খ্রিস্টাব্দের এই দিনে খিলাফত আন্দোলনের অন্যতম সংগঠক মাওলানা মহম্মদ আলীর জন্ম।
১৮৮৪ খ্রিস্টাব্দের এই দিনে মার্ক টোয়েনের বর্ণবাদ বিরোধী উপন্যাস ‘এ্যাডভেঞ্চার অব হাকলবেরী ফিন’ প্রথম প্রকাশিত হয়।
১৮৮৮ খ্রিস্টাব্দের এই দিনে ভারত উপমহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম কনিষ্ঠ মুক্তিযোদ্ধা প্রফুল্ল চাকির জন্ম।
১৮৯১ খ্রিস্টাব্দের এই দিনে নোবেলজয়ী [১৯৬৬] সুইডিশ নারী কবি ও নাট্যকার নেলি সাকসের জন্ম।
১৮৯৬ খ্রিস্টাব্দের এই দিনে সুইডিস বিজ্ঞানী ও নোবেল পুরস্কার প্রবর্তক আলফ্রেড নোবেল মৃত্যুবরণ করেন।
১৮৯৮ খ্রিস্টাব্দের এই দিনে স্পেনের কবল থেকে কিউবা স্বাধীনতা লাভ করে।
১৯০১ খ্রিস্টাব্দের এই দিনে আলফ্রেড নোবেলের অন্তিম ইচ্ছা অনুযায়ী নোবেল পুরস্কার প্রদান শুরু হয়।
১৯০২ খ্রিস্টাব্দের এই দিনে তাসমানিয়ায় (অস্ট্রেলিয়া) নারীরা ভোটাধিকার পায়।
১৯০৩ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিগেডিয়ার থাংনার নেতৃত্বে ইংগো-ভারতীয় যুক্ত বাহিনীর দু হাজারেরও বেশী সৈন্য জারিলা অতিক্রম করে তিববতের বিরুদ্ধে আগ্রাসী দ্বিতীয় যুদ্ধ বাঁধায় ।
১৯০৬ খ্রিস্টাব্দের এই দিনে আমেরিকার প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট প্রথম আমেরিকান হিসেবে নোবেল পুরুস্কার পান।
১৯২৫ খ্রিস্টাব্দের এই দিনে সংগীত পরিচালক সমর দাসের জন্ম।
১৯৪৮ খ্রিস্টাব্দের এই দিনে পিএলএফ-এর (ফিলিস্তিন লিবারেশন ফ্রন্ট) প্রতিষ্ঠাতা মোহাম্দ জাইদান (আবু আব্বাস) জন্মগ্রহণ করেন।
১৯৪৮ খ্রিস্টাব্দের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদ বিশ্ব মানবাধিকার ঘোষণা দেয় এবং মানুষের ব্যক্তিগত ও সামাজিক অধিকারের বিষয়টি অনুমোদন করে। এই দিন থেকেই বিশ্ব মানবাধিকার দিবস পালন করা শুরু হয় ।
১৯৬৩ খ্রিস্টাব্দের এই দিনে জাঞ্জিবার স্বাধীনতা লাভ করে।
১৯৬৮ খ্রিস্টাব্দের এই দিনে চীনের বিখ্যাত নাট্যকার থিয়ান হান মারা যান।
১৯৭১ খ্রিস্টাব্দের এই দিনে সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন নিখোঁজ হন।
১৯৭১ খ্রিস্টাব্দের এই দিনে বীরশ্রেষ্ঠ মোঃ রুহুল আমিন শহীদ হন।
১৯৮২ খ্রিস্টাব্দের এই দিনে ইরানের বিশিষ্ট লেখক ও অনুবাদক ডক্টর আলী আসগর সুরূশ ৭৪ বছর বয়সে মারা যান।
১৯৮৮ খ্রিস্টাব্দের এই দিনে আর্মেনিয়ায় এক ভয়াবহ ভূমিকম্পে ৪৫ হাজারেরও বেশি মানুষ মারা যায়, ৫ লাখ লোক গৃহহীন হয়।
১৯৮৯ খ্রিস্টাব্দের এই দিনে চেকোশ্লাকিভিয়ায় ৪১ বছর পর অকমিউনিস্ট সরকার ক্ষমতায় আসে।
১৯৯৫ খ্রিস্টাব্দের এই দিনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম কণ্ঠদাতা আবুল কাসেম সন্দ্বীপের মৃত্যু।
১৯৯৮ খ্রিস্টাব্দের এই দিনে চীনের বিখ্যাত পারমাণবিক পদার্থবিদ ওয়াং কানছাং পেইচিংয়ে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।
২০০১ খ্রিস্টাব্দের এই দিনে সুইডেন ও নরওয়ের রাজধানীতে আলাদা আলাদাভাবে ২০০১ সালের নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২০১২ খ্রিস্টাব্দের এই দিনে সাবেক রাষ্ট্রপতি ইয়াজ উদ্দিন আহাম্মেদ এর মৃত্যু।
২০০৭ খ্রিস্টাব্দের এই দিনে ক্রিস্টিনা ফর্নান্দেজ আর্জেন্টিনার প্রথম নির্বাচিত মহিলা প্রেসিডেন্ট হন।
এইচআর/পিআর