গোপালগঞ্জে পাঁচ জয়িতাকে পুরস্কার প্রদান


প্রকাশিত: ০৮:২২ এএম, ০৯ ডিসেম্বর ২০১৫

গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা অধিদফতরের উদ্যোগে বুধবার সকালে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আলোচনা সভা ও সফল নারীদের পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. সাঈদ উর রহমান। বিশেষ অতিথি ছিলেন কবি ও  সাংবাদিক  রবীন্দ্রনাথ অধিকারী।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সফল নারী কুমুদিনী রায়, কহিনুর বেগম, শান্ত বৈরাগী, প্রোগ্রাম অফিসার তুহিনা সুলতানা প্রমুখ।

বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পাঁচ পুরস্কার প্রাপ্ত সফল নারী হলেন- টুঙ্গিপাড়া উপজেলার কুমদিনী রায়, জাবেরা বেগম, কোটালীপাড়া উপজেলার শেফালী  বাইন ও মুকসুদপুর উপজেলার শান্ত বৈরাগী ও কোহিনুর বেগম। অনুষ্ঠানে এইসব জয়িতাদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়।

এসএম হুমায়ূন কবীর/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।