আজকের ধাঁধা : ০৯ ডিসেম্বর ২০১৫


প্রকাশিত: ০৪:৩৪ এএম, ০৯ ডিসেম্বর ২০১৫

ধাঁধা:
১. ‘আমি যখন এলাম
    কেন তুমি এলে না।
    তুমি যখন এলে,
    কত কি খেলে।
    একবার গেলে,
    ফের তুমি এলে।
    কিন্তু হায় বৃদ্ধকালে
    মোরে ছেড়ে গেলে।’
- বলুন তো কে সে?

২. ‘আদি স্থানে একুশ দিয়ে
    পাঁচ অংকের সংখ্যা ভাই।
    চার দিয়ে করলে গুণ
    উল্টে যায় সংখ্যাটাই।
- সংখ্যাটি কত হবে?

৩. ‘আঁচিল ডুবল
    পাঁচিল ডুবল,
    ডুবল কলসি ঘড়া।
    বৃন্দাবনে সব ডুবল,
    ডুবল বসের চূড়া।’
- বলুন তো জিনিসটি কী?

৪. ‘আট চালা ঘর তার
     একটিই খুঁটি,
     ঘর বন্ধ করতে হলে
     চেপে ধরো টুটি।’
- কী সেটা?

উত্তর :
১. দাঁত
২. ২১৯৭৮
৩. কুয়াশা
৪. ছাতা

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।