ম্যানইউর কোচ হতে চান আনচেলত্তি


প্রকাশিত: ০৩:৫২ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৫

রিয়াল মাদ্রিদ থেকে বরখাস্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রে আপাতত অবকাশ কাটিয়ে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। মাঝে রিয়াল মাদ্রিদে ফেরার জোর গুঞ্জন শোনা গিয়েছিল তার। রোনালদোর সঙ্গে কোচ রাফায়েল বেনিতেজের দ্বন্দ্বের জের ধরে এই ইতালিয়ানকে বার্নাব্যুতে ফেরানোর কথা শোনা গিয়েছিল।

কিন্তু মাদ্রিদে আর নয়, আনচেলত্তির মন বিধেছে ম্যানচেস্টারে। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ লুই ফন গালের ক্লাবছাড়ার গুঞ্জন জোরালো হওয়ার সঙ্গে সঙ্গে শোনা যাচ্ছে, আনচেলত্তি নিজেই চান ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাবটির কোচ হতে।

শেষ আট মাস ধরে কোনও চাকরি নেই তার। যদিও চাকরি খোঁজার তেমন কোনো তাগিদও নেই রিয়াল মাদ্রিদকে দশম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দেয়া ইতালিয়ান এই কোচের৷ আপাতত এই বছর আর কোনও ক্লাবের দায়িত্ব নেবেন না-বলেই জানিয়েছিলেন তিনি৷

এক বছর বিরতি দিয়ে আগামী বছর আবারও মাঠে নামতে উদগ্রীব তিনি। তার এক নম্বর পছন্দ ইংলিশ প্রিমিয়ার লিগ৷ ম্যানচেস্টার ইউনাইটেড হলে তো কোনও কথাই নেই৷ অন্তত এমনটাই ভাবনা সাবেক চেলসি কোচের৷ ভবিষ্যত পরিকল্পনার ব্যাপারে অ্যানচেলত্তি বলন, ‘ভালো প্রজেক্ট পেলে নিশ্চই কাজ করব৷ তবে প্রিমিয়ার লিগের পরিবেশ আমার দারুণ পছন্দের৷ তার ওপর ওখানে দুর্দান্ত প্রতিযোগীতা হয়৷ আর ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবে কে না কোচিং করাতে চাইবে? আমারও ভালো লাগবে ওই ক্লাবের ম্যানেজার হতে পারলে৷ তবে মৌসুমের মাধখানে কোনও ক্লাবেরই দায়িত্ব নেব না৷ নতুন মওসুমের জন্যই ভাবব৷’

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।