মিশন কর্মকর্তার বিরুদ্ধে হুন্ডি ব্যবসার অভিযোগ


প্রকাশিত: ০২:২০ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৫

সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের পার্সোনাল অফিসার (পিও) মো. সহিদুল ইসলামের বিরুদ্ধে হুন্ডি ব্যবসার অভিযোগ করেছে সংসদীয় কমিটি। ইতোমধ্যে তার বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত করেছে তথ্য মন্ত্রণালয়। অধিকতর তদন্তের জন্য গোয়েন্দা সংস্থাকে দায়িত্ব দেয়ার সুপারিশ করেছে কমিটি। একইসঙ্গে তাকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ মিশন থেকে প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।
 
জাতীয় সংসদ ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই আহ্বান জানানো হয়।

বৈঠক শেষে কমিটির সদস্য সুকুমার রঞ্জন ঘোষ সাংবাদিকদের বলেন, সহিদুল ইসলামকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ মিশন থেকে প্রত্যাহারের দাবি উঠেছে কমিটিতে। তাকে প্রত্যাহার করার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।

সহিদুল ইসলাম মিথ্যা তথ্য দিয়ে চাকরিতে যোগ দিয়েছিলেন অভিযোগ করে তিনি বলেন, তথ্যমন্ত্রীর পিও অবস্থায় তিনি দিল্লীতে থাকাকালীন সময় হুন্ডি ব্যবসা করতেন বলে অভিযোগ রয়েছে। পিও হয়েও দূতাবাসের মিনিস্টার (প্রেস) হিসেবে তিনি সহি (স্বাক্ষর) করেছেন। এর যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে সংসদীয় কমিটির কাছে। তার বিরুদ্ধে আরো একটি অভিযোগ রয়েছে, তিনি বরিশালের লোক হওয়া সত্ত্বেও নারায়ণগঞ্জের কোটায় চাকরি নিয়েছেন। এটা তার পুলিশ ভেরিফিকেশন (তদন্ত) রিপোর্টেই প্রমাণ পায়।

তথ্যমন্ত্রীর এই পিওর বিরুদ্ধে গত ১১ নভেম্বর কমিটির বৈঠকে লিখিত অভিযোগ উপস্থাপন করা হয়। তিনি বর্তমানে ওয়াশিংটন দূতাবাসে কর্মরত আছেন বলে কমিটিতে জানানো হয়েছে। তাই অবিলম্বে তাকে ওয়াশিংটন দূতাবাস থেকে ফিরিয়ে এনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তাব করেছেন কমিটির একাধিক সদস্য।
 
নাম প্রকাশ না করার শর্তে কমিটির এক সদস্য জানান, কমিটির দেড় ঘণ্টার বৈঠকে এই একটি বিষয় নিয়েই আলোচনা হয়েছে। বিষয়টি মূল এজেন্ডায় না থাকলেও এতোদিনে কোন ব্যবস্থা না নেয়ায় কমিটির অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

এইচএস/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।