কুমিল্লার সাফল্যের রহস্য জানালেন মাশরাফি


প্রকাশিত: ১২:৫৫ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৫

টুর্নামেন্টের শুরুতে কাগজে কলমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে দল হিসাবে অতটা ভালো মনে করেননি ক্রিকেটবোদ্ধারা। এমনকি ফ্র্যাঞ্চাইজি মালিকরাও সরাসরি দল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। অথচ সবার আগেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)শেষ চার নিশ্চিত করেছে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন দলটি। এদিন বরিশাল বুলসকে সাত উইকেটে হারিয়ে শেষ চার নিশ্চিত করার পর অধিনায়ক মাশরাফি জানালেন, দল হিসাবে ভালো খেলায় এমন ফলাফল সম্ভব হয়েছে। আর এই উইকেটে এবং এই সংস্করণে দলগত পারফরমেন্সই জয়ের মূল চাবিকাঠি।

সোমবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ধারাবাহিক সাফল্যের পর নিজের সেরা দল খুঁজে পেয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে অধিনায়ক মাশরাফি বলেন, ‘আমরা প্রথম থেকেই এমন দল নিয়েই খেলে আসছি। এই দলটিতে বড় কোন তারকা নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে, দল হিসাবে আমরা কেমন খেলছি, সেটা। আর এ ধরণের উইকেটে একজন খেলোয়াড়ের চেয়ে দলগতভাবে যারা বেশি ভালো খেলছে তারা জিতছে। কারণ উইকেটটা এমনই আচরণ করছে।’

টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের দলের দলগত পারফরমেন্সকেই জয়ের মুখ্য কারণ জানিয়ে আরও বলেন, ‘দেখুন, যে দলের অধিকাংশ খেলোয়াড়রা পারফর্ম করছে, তারাই জয় পাচ্ছে। আমাদের দলটাও এমন যে, সবাই কিছু না কিছু পারফর্ম করছে। আজকে হয়তো আহমেদ শেহজাদ অসাধারণ ব্যাটিং করেছে। কিন্তু বোলাররা সবাই ভালো করেছে। আমার কাছে মনে হয় দলের ভারসাম্যটা বেশি গুরুত্বপূর্ণ যে, এমন কিছু পারফরমার থাকবে যারা দলের জন্য কার্যকরী হবে।’

প্রথম দিকে দল নির্বাচন নিয়ে খুবই সমস্যায় ছিলেন বলে জানান মাশরাফি। প্রথম ম্যাচে ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে খেলার আগের রাতে কোচের সঙ্গে দলীয় মিটিংয়ে দল নির্বাচন নিয়ে সমস্যা হয়েছিল বলেও জানান মাশরাফি। তিনি বলেন, ‘এমন একটা অবস্থা হয়েছে যে পাঁচটা বোলার নিতে গেলে ছয়টা ব্যাটসম্যান হয়ে যায়। আবার একটা ব্যাটসম্যান বাড়াতে গেলে অনিয়মিত বোলার ছাড়া আমাদের চার জন মূল বোলার হয়ে যায়। সে সময়টা খুব কঠিন মনে হয়েছিল। ভাগ্য ভালো যে জাইদি বাইরে বসেছিলো। আমরা জাইদিকে সেভাবে টি-টোয়েন্টিতে দেখি নাই। সৌভাগ্যক্রমে সে অবিশ্বাস্য পারফর্ম করে যাচ্ছে।’

আট ম্যাচে খেলে ছয়টি জয় নিয়ে বিপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মঙ্গলবার একই মাঠে সন্ধ্যা সাড়ে ৬টায় সাকিব আল হাসানের রংপুর রাইডার্সের বিপক্ষে নিজেদের নবম ম্যাচে শীর্ষ দুইয়ে অবস্থানের লক্ষ্যে মাঠে নামবে মাশরাফিরা।  

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।