দুই শিশু হত্যা : আদালতে মায়ের স্বীকারোক্তি


প্রকাশিত: ১২:৩২ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৫

পরকীয়া প্রেমের কারণে গোপালগঞ্জের ভোজেরগাতি গ্রামে দুই শিশুকে শ্বাসরোধে হত্যার ঘটনায় তাদের মা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শনিবার দুপুরে গোপালগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম কুমার ঘোষের আদালতে মা জান্নাতুল ফেরদাউস কুলসুম এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গত বৃহস্পতিবার রাতে নিজ সন্তান রায়হান সরদারকে (১০) হাত-পা বেঁধে গলায় ওড়না পেঁচিয়ে এবং রইজ সরদারকে (৪) বালিশ চাপা দিয়ে হত্যা করেন।

গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (সার্কেল) আমীনুল ইসলাম বলেছেন, মোবাইলে মাদারীপুরের এক ব্যক্তির সঙ্গে কুলসুম বেগমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিক রানার কথামতো দুই শিশু সন্তানকে তিনি হত্যা করার কথা আদালতে স্বীকার করেছেন।

এ ব্যাপারে শুক্রবার রাতে নিহত দুই শিশুর বাবা মাওলানা ইউসুফ সরদার বাদী হয়ে হত্যা মামলা করেন। অভিযুক্ত জান্নাতুল ফেরদাউস কুলসুমকে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রেমিক রানাকে পুলিশ আটকের চেষ্টা চালাচ্ছেন বলেও জানান তিনি।

এস এম হুমায়ুন কবীর/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।