মাহমুদুর রহমান মান্নার মুক্তি দাবি


প্রকাশিত: ০৯:২৮ এএম, ০১ ডিসেম্বর ২০১৫

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে তৃণমূল নাগরিক আন্দোলন। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

কারাগারে মান্নার অসুস্থতা ও বিচারহীনতার কথা উল্লেখ করে বক্তারা বলেন, তিনি (মান্না) মুক্তিযুদ্ধের চেতনায় জনগণের মুক্তির লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ হবার ডাক দিয়েছিলেন। বিজয়ের মাস ডিসেম্বর আর এ মাসে মান্নার মুক্তি দাবি করতে হচ্ছে। ৯ মাস ৭ দিন আগে আটক করা হলেও আজ পর্যন্ত মামলার তদন্ত হয়নি। রিমান্ডের অজুহাতে তার জামিন আবেদনের পথ বন্ধ করা হয়েছে।

বক্তারা আরো বলেন, কারাগারে অসুস্থ মান্নার সুচিকিৎসা হচ্ছে না। ডিভিশন না দেওয়ায় তাকে মেঝেতে রাত কাটাতে হচ্ছে। আমরা মান্নাকে আইনের সুযোগ গ্রহণের পথের বাধা দূর করার আহ্বান জানাই।

মানববন্ধনে এনডিপির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈসা বলেন, গণতন্ত্র ও মান্নার কণ্ঠকে গুম করা হয়েছে। ১লা ডিসেম্বর মহান বিজয়ের যে চেতনা বর্তমান সরকার ধারণ করার কথা বলছে তা জনগণের সঙ্গে ধাপ্পাবাজি ছাড়া আর কিছু না।

তিনি বলেন, যারা গণতন্ত্র বিশ্বাস করে না, জনগণের ভোটের অধিকার রক্ষা করে না, তারা কখনই মুক্তিযুদ্ধের চেতনা লালন করতে পারে না।

সংগঠনের আহ্বায়ক মফিজুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপের যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য শহীদুল্লাহ কায়সার, ইফতেখার আহমেদ বাবু প্রমুখ।

এএস/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।