ঢাবিতে কুইজ ফেস্ট অনুষ্ঠিত


প্রকাশিত: ০৫:১৬ এএম, ২৯ নভেম্বর ২০১৫

ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি (ডিইউকিউএস)’র তিন দিনব্যাপী কুইজ ফেস্ট-২০১৫ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল (শনিবার) সন্ধ্যায় ঢাবির টিএসসি অডিটরিয়ামে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ সময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাবির উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

আরেফিন সিদ্দিক বলেন, মানুষের চূড়ান্ত বিজয় আসলেই জ্ঞানের মাধ্যমে অর্জিত হয়। যে বিজয় কল্যাণকর এবং সারা জীবনের। জ্ঞানের বিকাশে ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজের যে সোসাইটি প্রতিষ্ঠিত করেছে, আশা করি এটির আদলে সারাদেশের শিক্ষা-প্রতিষ্ঠানে এমন সোসাইটি গড়ে তোলা হবে।

গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই কুইজ প্রতিযোগিতায় মোট ৪০টি দল অংশগ্রহণ করে। শনিবার বিকালে ফাইনালে মুখোমুখি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। এতে লোক প্রশাসন বিভাগ চ্যাম্পিয়ন হয়। পুরস্কার বিতরণী শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে ছিল ‘মাইম শো’ ও ব্যান্ড।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ড. ফাদার তপন ডি রোজারিও। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স এবং ডিইউডিএস-এর সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা সুমন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিইউকিউএস-এর সভাপতি মো. রেজাউল।

কুইজ প্রতিযোগিতায় স্পন্সর করেছে ‘প্রাণ মি. ম্যাংগো ক্যান্ডি’, সহযোগী স্পন্সর হিসেবে ছিল ‘তমা-গ্রুপ’ এবং বুক পার্টনার হিসেবে ছিল ‘আদর্শ প্রকাশনী’। এছাড়া মিডিয়া পার্টনার হিসেবে ছিল ‘সময় টেলিভিশন, এশিয়ান টেলিভিশন, রেডিও নেক্সট, জাগো নিউজ, এশিয়ান রেডিও, দৈনিক ইত্তেফাক, দ্য ডেইলি স্টার ও ঢাকা টাইমস।

জেডএইচ/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।