সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি


প্রকাশিত: ১২:১৯ পিএম, ২৬ নভেম্বর ২০১৫

প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করছে সরকার। যেকোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি এড়াতে দর্শনার্থীদের পরিচয় নিশ্চিত না হয়ে সচিবালয়ে প্রবেশে পাস ইস্যু করা যাবে না।

বৃহস্পতিবার এ নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রিপরিষদ বিভাগসহ সব মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে।

এছাড়া, মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদমর্যাদা থেকে সচিব পর্যন্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাস ইস্যুর ক্ষমতা অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। একজন কর্মকর্তা ১০টি পাস ইস্যু করতে পারেন। এই চিঠি ইস্যুর পর প্রত্যেক কর্মকর্তা পাঁচটি পাস তার অনুকূলে ইস্যু করতে পারবেন।   

চিঠিতে দর্শনার্থীর পূর্বপরিচয় নিশ্চিতকরণে সোমবার বিকেল ৩টার আগে কোনো ধরনের সভা না ডাকতে বলা হয়েছে।

জানা যায়, সচিবালয়ে কর্মরত স্থায়ী কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা প্রায় সাত হাজার। মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় যোগদান করতে প্রতিদিন তিন হাজার ব্যক্তি বা কর্মকর্তা সচিবালয়ে প্রবেশ করেন। সোমবার ছাড়া দৈনিক ১০টি করে প্রায় ১০ হাজার পাস ইস্যু করা হয়। এছাড়া, সচিবালয়ে প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তাদের আড়াই থেকে তিন হাজার গাড়ির ড্রাইভার প্রবেশ করেন। প্রতিদিন প্রায় ২৫ হাজার লোক আসা যাওয়া করেন সচিবালয়ে।

এসএ/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।