আজকের ধাঁধা : ২৬ নভেম্বর ২০১৫


প্রকাশিত: ০৪:৪৬ এএম, ২৬ নভেম্বর ২০১৫

ধাঁধা :
১. ‘পাঁচ বেডায় তুইল্যা দেয় বত্রিশ বেডার ঘাড়ে
     দুয়ারে আছে বুইড়্যা বেডা টাইন্যা নেয় ঘরে।’
- বলুন তো ব্যাপারটা কী?

২. ‘আসছে যত আসবে তত
     তার অর্ধেক তার অর্ধেক
     আপনাকে নিয়ে একশত।’
- বলুন তো কীভাবে হতে পারে?

৩. কোনো স্কুলে যত ছাত্র আছে প্রত্যেকে তত পয়সা করে চাঁদা দেওয়ায় ৩৬ টাকা চাঁদা উঠল। বলতে হবে ঐ স্কুলের ছাত্র সংখ্যা কত ছিল?

উত্তর :
১. আঙুল, দাঁত ও জিহ্বার সাহায্যে খাবার খাওয়া।
২. আসছে যত=৩৬, আসবে তত=৩৬, তার অর্ধেক=১৮, তার অর্ধেক=৯, আমি=১, মোট= ১০০।
৩. ৬০ জন।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।