আজকের ধাঁধা : ২৩ নভেম্বর ২০১৫


প্রকাশিত: ০৪:০৫ এএম, ২৩ নভেম্বর ২০১৫

ধাঁধা :
১. ‘দিনে করি শতেক বিয়ে,
     কাবিন টাবিন নাহি হয়,
     ছেলে-মেয়ের মালিক
     আমি কোনকালে নয়।’
- কে বলতে পারবেন এই ‘আমি’ কে?

২. ‘জামাই এলো কাজে-
     বলতে পারিনি লাজে,
     আমার একটা কাজ আছে
     দুই ঠ্যাঙের মাঝে।’
- বলুন তো কী কাজ আছে?

৩. ‘বাগান থেকে আসল বুড়ি,
     থালায় দিল প্রসাব করি!’

উত্তর :
১. মোরগ।
২. গাভীর দুধ দোহন করা।
৩. লেবু।

সূত্র: কালিদাস পণ্ডিতের ধাঁধা থেকে সংগৃহিত।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।