বিদেশিদের উপর হামলাকারীরা ছাড় পাবে না


প্রকাশিত: ০৩:১৩ পিএম, ২১ নভেম্বর ২০১৫

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বী মিয়া বলেছেন, যারা বিদেশিদের উপর হামলা করছে, তারা এ দেশের ভালো চায় না। সরকারকে বেকায়দায় ফেলার জন্যই একটি মহল এ ধরনের হামলা চালিয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তাদের এসব অপকর্মে সরকার বিচলিত নয়। পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে।

শনিবার সকালে গাইবান্ধা শহরে জেলা প্রশাসন আয়োজিত ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালির উদ্বোধনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

র্যালিটি আসাদুজ্জামান উচ্চ বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আসাদুজ্জামান স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুস সামাদ কেক কেটে ও বেলুন উড়িয়ে পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুস সামাদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামছুল আযম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল মমিন খান, নেজারত ডেপুটি কালেক্টরেট আবু সুফিয়ান প্রমুখ।

অমিত দাশ/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।