রাজধানীতে বিজিবি মোতায়েন
আইন শৃঙ্খলা রক্ষায় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীতে ২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। রোববার সকাল ৬টা পর্যন্ত তারা টহল দেবেন।
শনিবার সন্ধ্যায় বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের দণ্ড কার্যকরকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি এড়াতে বিজিবি মোতায়েনসহ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জানা গেছে, রায় কার্যকরকে কেন্দ্র করে যাতে কেউ নাশকতামূলক কর্মকাণ্ড না ঘটাতে পারে সেদিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই অংশ হিসেবে রাজধানীতে সন্ধ্যা সাড়ে ৬টায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েনের করা হয়েছে। এছাড়াও রাজধানীসহ সারাদেশে র্যাব, বিজিবি ও পুলিশের যৌথ বাহিনী তল্লাশি জোরদার করেছে।
উল্লেখ্য, গত বুধবার মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের করা রিভিউ আবেদন খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে তাদের মৃত্যুদণ্ডই বহাল রয়েছে। এখন রায় কার্যকরে আর আইনি বাধা নেই। এখন শুধু রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার বিষয়টিই বাকি রয়েছে।
জেইউ/একে