জামায়াত নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ নথি উদ্ধার


প্রকাশিত: ০২:৪১ পিএম, ১৯ নভেম্বর ২০১৫

সাতক্ষীরায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মুহাদ্দিস আবদুল খালেকের বাড়িতে অভিযান চালিয়ে জিহাদি বই, জামায়াত-শিবিরের নামের তালিকা ও বিপুল পরিমাণ গোপন নথি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নিজ কার্যালয়ে পুলিশ সুপার চৌধুরী মঞ্জুর কবির এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

পুলিশ সুপার জানান, সাতক্ষীরার জামায়াত-শিবিরের নেতাকর্মীরা খুলনা ও বাগেরহাটে রাজনৈতিক কাজ পরিচালনা করেন। এমনকি ওই জেলাগুলোতে যেসব নাশকতা হয় তা সাতক্ষীরার জামায়াত-শিবির নেতাকর্মীরাই করেন। আবার খুলনা-বাগেরহাটের নেতাকর্মীরা সাতক্ষীরায় এসে নাশকতা চালান। তাদের কর্মপরিকল্পনা সম্বলিত নোট বইয়ের তথ্য যাচাই করে ভয়াবহ এ চিত্র ফুটে উঠেছে।

তিনি আরো বলেন, নোট বইয়ে তাদের এবছরের পরিকল্পনা লিপিবদ্ধ রয়েছে। রয়েছে খুলনা বিভাগীয় বিভিন্ন জেলার দায়িত্বশীল নেতাদের নামের তালিকা। অপর একটি নোট বইয়ে সংগঠনটির পৃষ্টপোষকদের নামের তালিকা রয়েছে। এছাড়া বিপুল পরিমান জিহাদী বইও উদ্ধার করা হয়েছে। পাশাপাশি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারী ডাঃ শফিকুর রহমানকে উদ্দেশ্য করে লেখা সরকারী সংস্থাসমুহের বিরুদ্ধে নাশকতামুলক কর্মকান্ড পরিচালনার তথ্য সংক্রান্ত বিষয়ে লিখিত পত্রও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার আরো জানান, গোপন নথিতে জামায়াতের আর্থিক খাত সংক্রান্ত বিষয়াদিও বিস্তারিত লিপিবদ্ধ রয়েছে। এমনকি জেলা জামায়াতের তহবিলে কোটি টাকারও অধিক অনুদান হিসেবে জমা হওয়ারও বিষয়াদি লিপিবদ্ধ রয়েছে নথিতে।

অভিযানে ১৩টি ডায়েরি, হাফ ডজন পকেট নোট বই, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের বার্ষিক প্রতিবেদন, খুলনা অঞ্চলের সাংগঠনিক রিপোর্ট ও আয়-ব্যয়ের হিসাব, অর্ধশতাধিক গোপন নথিপত্রসহ বহু জিহাদি বই উদ্ধার হয়। এ বিষয়ে সদর থানার এএসআই মামুন হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।