গার্মেন্টস পণ্য চোরাই চক্রের পাঁচ সদস্য আটক


প্রকাশিত: ০১:২৪ পিএম, ১৮ নভেম্বর ২০১৫

চট্টগ্রামে গার্মেন্টস পণ্য চোরাই চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। আটক এ চক্রটি গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন পোষাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কার্ভাড ভ্যান ভর্তি পণ্য চুরি করে আসছিল।

বুধবার গোয়েন্দা পুলিশের একটি দল নগরীর হালিশহর,পাহাড়তলি এবং সীতাকুণ্ড এলাকার বিএম কন্টেইনার ডিপো থেকে তাদেরকে আটক করা হয়।

বন্দর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার সিনহা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার হওয়া পাঁচজন হলো- মিজানুর রহমান (৩২), মহসিন মল্লিক (৩৫), আবু বক্কর সিদ্দিক প্রকাশ সাদ্দাম (২৬), জাকির হোসেন (৩০) এবং জসিম উদ্দিন (৩৬)।

গত ১২ নভেম্বর বিকেলে নুরুল ইসলাম খোকন (২৮) ও মো. আজাদ হোসেন (২৫) নামে আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছিল।

এসআই সিনহা বলেন, তারা সম্মিলিতভাবে পরিকল্পনা করে শ্রীলঙ্কান কারখানার আমদানি করা গার্মেন্টস পণ্য লুট করেছিল। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে।

জীবন মুছা/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।