বৃহস্পতিবার থেকে ডিগ্রি পাস পরীক্ষা শুরু


প্রকাশিত: ১১:০১ এএম, ১৮ নভেম্বর ২০১৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীদের ১ম বর্ষ ডিগ্রি পাস পরীক্ষা ১৯ নভেম্বর বৃহস্পতিবার থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে। এ পরীক্ষায় মোট এক হাজার ৭৩৩টি কলেজের দুই লাখ ১৪ হাজার ৭৩ জন পরীক্ষার্থী মোট ৬৮৩টি কেন্দ্রে অংশগ্রহণ করছে। সময়সূচি অনুযায়ী প্রতিদিন বেলা ১টা থেকে পরীক্ষা শুরু হবে।

পরীক্ষা সংক্রান্ত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info সাইট থেকে জানা যাবে এবং জরুরী প্রয়োজনে ৯২৯১০৩৮, ৯২৯১০১৭ বা ফ্যাক্স ৯২৯১০৪৪ ও ই-মেইল [email protected] যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণের সহযোগিতা কামনা করছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
                    
আমিনুল ইসলাম/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।