ভিসা প্রক্রিয়া সহজ করবে ভারত


প্রকাশিত: ১০:১৬ এএম, ১৭ নভেম্বর ২০১৫

বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে আশ্বস্ত করেছে ভারত। মঙ্গলবার বাংলাদেশ-ভারতের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে  ভারতের পক্ষ থেকে এই আশ্বাস দেয়া হয়।  বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব ড. মো. মোজাম্মেল হক খান।

তিনি জানান, বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। তবে এজেন্ডার বাইরে বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতের ভিসা সহজ করার বিষয়টি আলোচনা করা হয়। ভারতের ভিসা পাওয়ার জটিলতা ও ভোগান্তির বিষয়গুলো ওইসময় বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরা হয়। তখন ভারতের স্বরাষ্ট্রসচিব রাজিব মেহর্ষী ভিসা প্রক্রিয়া সহজ করার ব্যাপারে আশ্বস্ত করেন।

এসময় সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে বাংলাদেশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। তখন ভারতের প্রতিনিধিরা দুই দেশের নাগরিকদেরই আন্তর্জাতিক সীমান্তে নিয়মনীতি মেনে চলার আহ্বান জানায়।

এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।