না.গঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
নারায়ণগঞ্জ শহর জুড়ে অবৈধভবে দখলে থাকা টং দোকান, আধাপাকা স্থাপনাসহ কয়েক শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। একই সঙ্গে সৌন্দর্য্য বর্ধনে শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরের অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে।
সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক), পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, সড়ক ও জনপদ যৌথ সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট থেকে অভিযান শুরু করে রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল, বাস স্টেশনসহ শহরের বেশ কিছু জায়গার অবৈধ স্থাপনা উচ্ছদসহ অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এদিকে, সকাল সাড়ে ৯টা থেকে নারায়ণগঞ্জ শহরের ৫নং খেয়াঘাট এলাকা থেকে শুরু করে ৩নং মাছুয়া ঘাট, আম ঘাটসহ শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাশের অর্ধ-শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ। যা গত ৩ দিন ধরে শীতলক্ষ্যা নদীর পাশে ওয়াকওয়ের পরিবেশ ও সৌন্দর্য্য বর্ধনের জন্য চালিয়ে আসছিলো তারা। অভিযানকালে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জের যুগ্ম-পরিচালক আরিফ উদ্দিন, উপ-পরিচালক গোলাম মোস্তফা, সহকারী পরিচালক রেজাউল করিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর্মকর্তা স্বাধীন চৌধুরী জাগো নিউজকে বলেন, সড়কের দুই পাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ও যান চলাচল নির্বিঘ্ন করতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সকাল থেকে অভিযানে ১৫০টির বেশি টং দোকান ও ছোট বড় স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) বদরুল আলম মোল্লা বলেন, গত ১০ মাস ধরে এ অবৈধ দখলদারদের উচ্ছেদের চেষ্টা চালানো হচ্ছে। কিছুতেই উচ্ছেদ করা সম্ভব হচ্ছে না। তবে এ প্রথম বাস টার্মিনাল এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও মালিক না থাকায় জরিমানা করা সম্ভব হচ্ছে না। এ অভিযান ধারাবাহিকভাবে চলবে।
শাহাদাত হোসেন/এআরএ/আরআইপি