ঢাবিতে হলের বর্ধিত ফি প্রত্যাহারে ৭ দিনের আল্টিমেটাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবনির্মিত বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থীদের পরিচয়পত্র নবায়নের জন্য বার্ষিক ফি ৩ হাজার ৬০০ টাকা প্রত্যাহারে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট।
সোমবার দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেন প্রগতিশীল ছাত্র জোটের নেতারা।
নেতারা জানান, এ দাবি নিয়ে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের কাছে স্মারকলিপি দেয়া হবে।
এসময় নেতারা বর্ধিত ফি প্রত্যাহারের প্রতিবাদে ছাত্রদের জোরালো আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। এছাড়াও আজ সন্ধ্যা ৬টায় বিজয় একাত্তর হলের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বিক্ষোভ মিছিলেরও ঘোষণা দেয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যায়ের সাধারণ সম্পাদক তাহসীন মাহমুদ বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কৌশলে বিশ্ববিদ্যালয়গুলোকে বেসরকারিকরণ করতে চায়।
তিনি বলেন, বেসরকারিকরণের লক্ষ্যে তারা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ আয়বৃদ্ধির উপর জোর দেয় এবং অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ হওয়ার প্রস্তাব দেয়।
তিনি আরো বলেন, বিজয় একাত্তর হলে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলগুলোর তুলনায় গড়ে ১০ গুণ ফি বৃদ্ধি করে শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সামর্থের ভিত্তিতে হলের সিট সুবিধা বণ্টনের নীতি শিক্ষার গণতান্ত্রিকতাকে রোধ করেছে এবং ইউজিসি কৌশলপত্র অনুসারে শিক্ষার বাণিজ্যিকীরণের চক্রান্ত বাস্তবায়নেরই একটি অংশ।
এসময় ডাকসু না থাকায় ছাত্রদের সাথে কোন ধরণের আলোচনা ছাড়াই এই হলকে বাণিজ্যিক হলের মতো ভাড়া আদায়ের জায়গায় পরিণত করছে বলে তারা অভিযোগ করেন।
এই ফি নির্ধারণের প্রতিবাদে প্রগতিশীল ছাত্র জোট কয়েকটি দাবি তুলে ধরে। দাবিগুলো হলো, আগামী ৭ দিনের মধ্যে ৩ হাজার ৬০০টাকার অযৌক্তিক দাবি প্রত্যাহার করতে হবে, হল অভ্যন্তরে খেলার মাঠটি ছাত্রদের জন্যে উন্মুক্ত করতে হবে, হল লাইব্রেরি চালু করতে হবে, বিশেষায়িত হল স্থাপনের যাবতীয় প্রশাসনিক তৎপরতা বন্ধ করতে হবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন সভাপতি লিটন নন্দী, সাধারণ সম্পাদক তুহিন কান্তি দাস, ছাত্র ফেডারেশন ঢাবি শাখা সভাপতি উম্মে হাবিবা বেনজীর, সাধারণ সম্পাদক তাহসীন মাহমুদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঢাবি শাখার সাধারণ সম্পাদক ইভা মজুমদার প্রমুখ।
এমএইচ/এসকেডি/পিআর