হাসান আজিজুল হককে হত্যার হুমকির ঘটনায় জিডি
উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে মুঠোফোনে হুমকি দেয়ার ঘটনায় নগরের মতিহার থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। সোমবার দুপুরে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।
তিনি জাগো নিউজকে বলেন, স্যারের (হাসান আজিজুল হক) হুমকির ঘটনায় দুপুর ২টায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এতে তিনি নিজের নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন। নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে স্যারকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার চেষ্টা করা হচ্ছে।
এর আগে রোববার বিকেল সাড়ে ৪ টায় দর্শন বিভাগের সাবেক অধ্যাপক ও উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে মুঠোফোনে হুমকি দেয়া হয়। রোববার বিকেল সাড়ে ৪ টার দিকে তাকে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোনে হুমকি দেয়া হয়।
ফোনে তাকে বলা হয়, ‘আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন কি না।’ জবাবে হাসান আজিজুল হক পাল্টা প্রশ্ন করেন, ‘আমি কেন এই বয়সে নিজেকে পরিবর্তন করবো?’ জবাবে ফোনের ও প্রান্ত থেকে বলা হয়, ‘যদি চেঞ্জ হতে না পারেন তাহলে প্রস্তুত থাকেন। আমরা আসছি।` জবাবে হাসান আজিজুল হক বলেন, ‘আসেন, যা বলার সামনে এসে বলেন।’ ও প্রান্ত থেকে তখন বলা হয়, ‘ঠিক আছে, আমরা আসছি।’
এর আগে ২০০৪ সালের ১৫ নভেম্বরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক একেএম শফিউল ইসলাম লিলনকে চৌদ্দপাই এলাকায় বিশ্ববিদ্যালয় হাউজিং সোসাইটিতে (বিহাস) নিজ বাসভবনের সামনে হত্যা করা হয়।
এদিকে হাসান আজিজুল হককে হত্যার হুমকির ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মনে করছেন রাবি শিক্ষক সমিতি।
সমিতির সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা ও সাধারণ সম্পাদক ড. মোহা. রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানান, এই হুমকির আগে অধ্যাপক ড. আনিসুজ্জমানকেও একই কায়দায় হুমকি দেয়া হয়। এ ধরনের ঘটনা দেশের ও সমাজের জন্য অশনিসংকেত বলে মনে করছেন তারা।
রাশেদ রিন্টু/এসএস/পিআর