শেয়ারবাজারে উত্থান ধারায় চলছে লেনদেন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। বেড়েছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর। ইতিবাচক ধারায় রয়েছে সব ধরনের সূচক। টাকার অংকে লেনদেনেও কিছুটা চাঙ্গাভাব লক্ষ্য করা যাচ্ছে। এর আগে টানা ছয় কার্যদিবস দরপতনের পর বৃহস্পতিবার ঘুরে দাঁড়ালেও গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার আবারও দরপতন হয় দেশের শেয়ারবাজারে।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, সোমবার দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম ঘণ্টা পর ১১টা ৩৭ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স ৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার ৪৭৭ পয়েন্টে এবং শরীয়া সূচক ডিএসইএস ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭০৩ পয়েন্টে। আর টাকায় লেনদেন হয়েছে ১২৬ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৭টির, কমেছে ২৮টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের।
অন্যদিকে সকাল ১১টা ৩৪ মিনিটে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৬৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ২৯৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ১৫৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ২০টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭ কোটি ৬৪ লাখ টাকা।
এসআই/এআরএস/এমএস