রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র সুন্দরবনের ক্ষতি করবে না
প্রধানমন্ত্রীর সাবেক মূখ্য সচিব ও জনতা ব্যাংকের চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদ উজ জামান বলেছেন, সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রটি সুন্দরবনের কোনো ক্ষতি করবে না। এই কেন্দ্রটি হলে সুন্দরবনের ক্ষতি হবে বলে যারা উদ্বেগ প্রকাশ করছেন তারা আসলে দক্ষিণাঞ্চলের উন্নয়ন চায় না।
রোববার সকালে বাগেরহাটে জনতা ব্যাংক লিমিটেডের নতুন এরিয়া অফিস উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জনতা ব্যাংক এর খুলনা বিভাগীয় মহাব্যবস্থাপক মো. কবির আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সিইও এবং এমডি মো. আব্দুস সালাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মামুন উল হাসান ও প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন।
প্রধান অতিথির বক্তৃতায় ব্যাংকের চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদ উজ জামান বলেন, পরিসরের দিক থেকে জনতা ব্যাংক এখন দেশের দ্বিতীয় বৃহত্তম এবং মুনাফার দিক থেকে প্রথম স্থানে অবস্থান করছে। সারা দেশে জনতা ব্যাংকের ৫০৬টি শাখা রয়েছে। এর মধ্যে ৫০০ শাখা চলতি বছরের মধ্যে অনলাইন সেবা সুবিধার আওতায় আনা হবে।
বাগেরহাটে জনতা ব্যাংকের নয়টি শাখা রয়েছে জানিয়ে সভা থেকে বলা হয়, এ সকল শাখায় মোট আমানতের পরিমাণ সাড় তিনশ’ কোটি টাকা। কিন্তু ঋণ প্রদানের পরিমাণ মাত্র ৪৩ কোটি টাকা। তাই গ্রাহক তৈরি করে ঋণ প্রদান বৃদ্ধি করতে হবে। তবেই ব্যাংকে কার্যক্রমে গতি আসবে।
শওকত আলী বাবু/এসএস/এমএস