আগামীতে বাংলাদেশ ফুটবলে গৌরব অর্জন করবে :এলজিআরডি মন্ত্রী


প্রকাশিত: ১২:২২ পিএম, ১৩ নভেম্বর ২০১৫

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ফুটবল খেলা বাংলাদেশ থেকে হারিয়ে যায়নি বরং দিনে দিনে এর প্রসার ঘটছে। আগামীতে বাংলাদেশ ফুটবলে বিশ্বে গৌরব অর্জন করবে।

শুক্রবার বিকেলে ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে খন্দকার মোশাররফ হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ও অম্বিকাপুর ইউনিয়নের মধ্যে প্রতিযোগিতা হয়।

LGRD

প্রতিযোগিতায় মাচ্চর ইউনিয়ন ১-০ গোলে অম্বিকাপুর ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে মন্ত্রী চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর ফরিদপুরের ইউনিয়ন পর্যায়ে ১২টি দল নিয়ে এ টুর্নামেন্ট শুরু হয়।

এস.এম. তরুন/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।