নারায়ণগঞ্জে দুই কয়েল কারখানাকে জরিমানা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অনুমোদনহীন দুটি মশার কয়েল তৈরির কারখানাকে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি মাদ্রাসা রোড এলাকায় অবস্থিত সেবা কর্পোরেশন ও প্রিন্স নামের দুটি মশার কয়েল তৈরির কারখানায় এ অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি (সিদ্ধিরগঞ্জ-সার্কেল) শিলু রায় জানান, কারখানা দুটির বিএসটিআই অনুমোদন নেই। কর্তৃপক্ষ বিষাক্ত কেমিকেল ব্যবহার করায় বিএসটিআই-এর অধ্যাদেশ অনুযায়ী ১৯ ও ২৪ ধারায় দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো জানান, কারখানা দুটিকে চার মাসের মধ্যে তাদের সমস্ত কাগজপত্র যথারীতি প্রস্তুতকরণের নির্দেশ দেয়া হয়েছে। যদি এ সময়ের মধ্যে কাগজপত্র প্রস্তুত সম্পন্ন না করে তবে আবারো অভিযান চালিয়ে কারখানা সিলগালা করে দেয়া হবে।
হোসেন চিশতী সিপলু/এআরএ/বিএ