ময়মনসিংহে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৭


প্রকাশিত: ০২:১৫ এএম, ০৭ নভেম্বর ২০১৫

ময়মনসিংহের ভালুকায় বাস-ট্রাক সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ এ দাঁড়িয়েছে। শনিবার সকাল পৌনে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার মেহেরাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত ১৫ জনকে গাজীপুর, ভালুকা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে ৫জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, ভালুকা পৌরসভার ফজলুল হক (৪৫) ও সতেঙ্গা গ্রামের মফিজুল ইসলাম (৩০), ত্রিশাল উপজেলা সদরের আব্দুল মোতালেব (৪২) ও বাগান এলাকার কাজল মিয়া (৪৫), নিলফামারীর ডিমলা উপজেলার নওশেদ (৩৫)। বাকী ২ জনের পরিচয় পাওয়া যায়নি। এদিকে নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ভালুকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ও ঘটনাস্থলে উপস্থিত এসআই সাইদুর রহমান জানায়, হালুয়াঘাট থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-৩৬৬৬) ভোর সাড়ে ৫টার দিকে ভালুকা উপজেলার মেহেরাবাড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি বালু বোঝাই ট্রাককে ধাক্কা দেয়। এ সময় বাস ও ট্রাক রাস্তার পাশে খাদে উল্টে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ফজলুল হক (৪৫) ও অজ্ঞাত এক নারী (৩০) নিহত হয়।

খবর পেয়ে স্থানীয়রা, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পৌঁছে গুরুতর আহত ২০ জনকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, গাজীপুর ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৮ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে পথেই মারা যায় আব্দুল মোতালেব (৪২), মফিজুল ইসলাম (৩০), নওশেদসহ (৩৫) আরো চারজন। হাসপাতালে ভর্তির পর সকাল ৯টার দিকে মারা যায় কাজল মিয়া (৪৫)।

কোতোয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ভালুকায় সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া ৮ জনের মধ্যে ৫ জনই মারা গেছে।  

আতাউল করিম খোকন/এসএস/এমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।