ইতিহাসে পরিবেশ ধ্বংসকারী সরকার হিসেবে পরিচিত হবে


প্রকাশিত: ০১:১৮ পিএম, ০৫ নভেম্বর ২০১৫

রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করলে বর্তমান সরকার ইতিহাসে পরিবেশ ধ্বংসকারী হিসেবে পরিচিত হবে বলে মন্তব্য করেছেন তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. আনু মোহম্মদ ।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক বাম মোর্চা আয়োজিত সুন্দরবন রক্ষা সংহতি সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

আনু মোহম্মদ বলেন, আমরা দীর্ঘদিন ধরে রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিরোধীতা করে আসছি। কিন্তু সরকার কোনো গুরুত্ব দিচ্ছে না, রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করলে বর্তমান সরকার ইতিহাসে পরিবেশ ধ্বংসকারী হিসেবে পরিচিত হবে।

দেশি বিদেশি লুটেরা সুন্দরবনের দিকে শুকুনের দৃষ্টি দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

দেশের মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভোগছেন উল্লেখ করে আনু মোহম্মদ বলেন, গ্রাম ও শহরের মানুষ আজ আতঙ্কে ভোগছেন। মানুষ নিরাপত্তাহীনতায় ভোগলে প্রকৃতিও নিরাপত্তাহীনতায় ভোগে। যেমনিভাবে আজকে নিরাপত্তাহীনতায় ভোগছে সুন্দরবন।

সংগঠনের সমন্বয়কক ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্তী, মোশারফ হোসেন নান্নু, শ্রমিক নেত্রী মোশরেফা মিশু প্রমুখ।

এএস/এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।